Posts

নিউজ

হোমারের 'ওডিসি' অবলম্বনে সিনেমা বানাবেন ক্রিস্টোফার নোলান

December 26, 2024

নিউজ ফ্যাক্টরি

18
View

প্রাচীন গ্রিক কবি হোমারের মহাকাব্য 'দ্য ওডিসি' অবলম্বনে একই নামের একটি সিনেমা বানাতে যাচ্ছেন অস্কারজয়ী ব্রিটিশ-আমেরিকান চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলান। ইউনিভার্সাল পিকচার্স তাদের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে দেওয়া একটি পোস্টে এই তথ্য জানিয়েছে।   

এতে বলা হয়েছে, ক্রিস্টোফার নোলানের পরবর্তী সিনেমা ‘দ্য ওডিসি’। এটি অ্যাকশনধর্মী ও রোমাঞ্চে ভরপুর একটি ছবি হবে। ছবিটির শুটিং বিশ্বের বিভিন্ন দর্শনীয় স্থানে করা হবে। এতে নতুন আইম্যাক্স ফিল্ম প্রযুক্তি ব্যবহার করা হবে।

এদিকে ম্যাট ড্যামন, টম হল্যান্ড, অ্যান হ্যাথাওয়ে, জেন্ডায়া, লুপিটা নিয়ং’ও, রবার্ট প্যাটিনসন এবং চার্লিজ থেরন এই সিনেমায় অভিনয় করবেন বলে জানা গেছে। ২০২৬ সালের ১৭ জুলাই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।   

উল্লেখ্য, হোমারের লেখা প্রাচীন গ্রিক মহাকাব্য দ্য ওডিসি আধুনিক যুগের পাঠকরাও আগ্রহের সঙ্গে পড়ে থাকে। এই বইতে ট্রোজান যুদ্ধের পরে গ্রিক বীর ওডিসিউসের বাড়ি যাওয়ার কাহিনী বর্ণনা করা হয়েছে। প্রায় ৮ম শতকে রচিত এই মহাকাব্যে ইলিয়াডের পরবর্তী কাহিনী তুলে ধরা হয়েছে। 

সূত্র: ভ্যারাইটি      

দ্য ওডিসি

Comments

    Please login to post comment. Login