চার বন্ধু মিলে একটি পেট্রোল পাম্প দিল কিন্তু তারা একটা কাস্টমারও পেল না কিন্তু কেন? কারন, সেই পেট্রোল পাম্প টা ছিল এক তলার উপরে। আবার চেষ্টা করা যাক, এবার তারা ঐ জায়গায় একটা রেস্টুরেন্টে খুলল কিন্তু তারা কাস্টমার পেলনা কিন্তু কেন ? কারণ, পেট্রোল পাম্প এর সাইনবোর্ডটাই তারা খুলে নি। এবার অন্য চেষ্টা করা যাক, এবার তারা একটা ট্যাক্সি কিনলো কিন্তু এবার তারা কোনো যাত্রী পেল না কিন্তু কেন ? কারন, দুই বন্ধু সামনে আর দুই বন্ধু পিছনে বসে যাত্রী খুঁজতে ছিল তো যাত্রী বসবে কোথায়? চলুন শেষ চেষ্টা করা যাক, ………………. কিছুদিন পর তাদের টেকসি টা নষ্ট হয়ে গেছে। তারপর চারজন মিলে ট্যাক্সিটিকে ধাক্কা দিতে লাগলো কিন্তু ট্যাক্সি তার জায়গা থেকে একটুও নড়ল না কিন্তু কেন? কারণ, দুইজন পেছন দিয়ে ঠেলছিলো আর দুইজন সামনে দিয়ে…….
এটি আমার জীবনে হাসির গল্প।