Posts

কবিতা

আমি প্রলয়;অগ্নিশিখা

December 27, 2024

সাইফুল ইসলাম সজিব

21
View

আমি উত্তপ্ত প্রখর সূর্য ,হিমালয়ের সর্বোচ্চ,মহা সমুদ্রের গভীরতা  

লক্ষ-কোটি তারার সমষ্টি,সন্ধ্যা চাঁদের মহুয়া আলো 

আমি বক্ষ বিদীর্ণকারী বজ্রধ্বনি;মহাপ্লাবনের উত্তাল ঢেউ। 

আমি অকুতোভয় সীমান্ত প্রহরী:মাতৃভুমির জন্য উৎসর্গকৃত

অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহী কন্ঠ ,মহাবীর সালাউদ্দিন

আমি মাজলুমের পরমাত্মীয়: আত্মার বন্ধনে আবদ্ধ। 

আমি ক্ষুধার্ত,অনাহারিত,বঞ্চিত শিশুর চোখ রাঙ্গানি

যুদ্ধাহত নারীর আর্তনাদ;অনলে ছাই হওয়া জীবন্ত লাস

আমি শতবর্ষী বৃদ্ধের দৃঢ় চিত্ত:এ যুদ্ধ-বিবাদের হবে অবসান। 

আমি আগ্নেয়গিরির বীভৎস বিস্ফোরণ,থরথর করে কাঁপা ভুমিকম্প 

শত মাইল বেগের ঝঞ্চাবায়ু,হিংস্র সিংহের থাবা  

আমি অন্ধকার মাঝ  দরিয়ায় ভাসমান মাঝি,ভয় করিনা  কারো ভ্রুকুটি। 

আমি উত্তাল,উন্মাদ,দুরন্ত,জ্বলন্ত অগ্নিশিখা 

আমি বিদ্রোহী,রণ-যোদ্ধা,শানিত তলোয়ারের হুংকার

আমি বিপ্লবী- আঁধারে হানি আঘাত,সত্যকে করি চির ভাস্বর।

Comments

    Please login to post comment. Login