পড়াশোনা করো দিনরাত,
জ্ঞান তোমায় দেবে সঠিক পথ।
বইয়ের মাঝে খুঁজে নাও আলো,
জীবন তোমার হবে বড় ভালো।
শিক্ষা তোমায় করবে মহান,
উঁচু করবে স্বপ্নের মান।
অলস সময় কাটাবে না হেলায়,
সাফল্য আসবে প্রতিদিন বেলায়।
লেখাপড়ায় গড়বে ভবিষ্যৎ,
তুমি হবে সমাজের শ্রেষ্ঠ বুজুর্গ।
জ্ঞান যেখানে থাকবে মজুত,
জীবন তোমার হবে উন্নত।
তাই মন দাও বইয়ের প্রতি,
পড়াশোনা করো, ভুলো না কর্তব্যটি।
শিক্ষার আলোতে থাকো বিভোর,
জীবন হবে তোমার আনন্দঘন থোর।