Posts

কবিতা

তোমার নামে অসুখ জমে

December 27, 2024

Nasima Khan

22
View

তোমার নামে অসুখ জমে 
------নাসিমা খান 
তোমার জন্য সকাল হয় অই পাখির গানে
তোমার জন্যই আঁখির ভিতর স্বপ্ন নামে,
যেদিন তুমি চুপটি থাকো না-ও না খবর 
সেদিন আমার বুকের ভিতর নামে কবর!
যেদিন তুমি  আড্ডা মেলাও ব্লুমুন হলে 
সেদিন আমার বুকের ভিতর আগুন জ্বলে। 
চুপটি করে চেয়ে থাকি আকাশ ধামে
আমার সকল ব্যথা জমাই বুকের খামে।
ইচ্ছে করে আমিও যাই তোমার মতো 
আমিও মেলায় আসর সভা হাজার শত!
খুব বেশি দূর হয় না যাওয়া তোমার মত,
তোমার নামে অসুখ জমে হয় যে ক্ষত। 
------নাসিমা খান 
২৭/১২/২০২৪

Comments

    Please login to post comment. Login