যুগের সাথে
সোহেল রানা
যুগের সাথে তাল মিলিয়ে
যাচ্ছি বহু দূরে;
আলোর পথটি ছেড়ে দিয়ে
হাঁটছি আধার ঘোরে।
দিনের কথা না শুনিয়ে
করছি অবহেলা,
ধর্ম কর্ম ভুলে গিয়ে
বসাই রঙ্গ মেলা।
শত শত মানুষ নিয়ে
গানের আসর ঘেরা__
ধর্মের বাণী মাইক হাঁকে
ঘুমায় থাকে পাড়া।
দিনের দাওয়াত চলছে তবে
মোল্লা মুন্সি দ্বারা!
ব্যবসা খুলে দোকান দিয়ে
চুপটি আছে তাঁরা।
ইহকালের কথা ভেবে
সঠিক বেঠিক গুলো;
ভুলেই গেছি পরকালে
কোনটি সাজা ছিল।
২৮.১২.২০২৪
সময়: ২:৩০ এম