রাজার নীতির রাজনীতি
চর্চা যে আর নাই
মানুষ সবাই রাজনৈতিক প্রানী
এরিস্টটল বলেছে, তাই।
সমাজতন্ত্র কি আর গনতন্ত্র কি?
তন্ত্রে মন্ত্রে সবই এখন শোষনতন্ত্র
মানুষতো আর নয় মানুষ
বুঝবে সেকি আর
জনম জনম গরীব যে জন
শোষিত সে-ই চিরকাল।
ব্যক্তি কি আর জাতি কি
ধর্ম কি আর বর্ন কি
সবার ই এক তন্ত্র
শুধু ক্ষমতার মন্ত্র।
জাত সেবা মুখের বুলি
চিন্তার বুলি অন্য
ধন্য সবাই হয় বন্য
শুধু ক্ষমতার জন্য।