Posts

গল্প

এক মর্মান্তিক ঘটনা,,,,,,,,

December 28, 2024

Umma hani Shemu

13
View

যখন আমি ক্লাস ৭ থেকে পা বাড়িয়ে ৮ এ উঠলাম তখন কার ঘটনা। দিন গুলো ভালই কাটছিলো খেলাধুলা, পড়াশোনা আর পরিবারের সাথে। হঠাৎ একদিন স্কুল শেষে বাড়ি ফিরে খেলতে গিয়েছিলাম বাগানের মধ্যে । আমার পা টা ভেজা ভেজা লাগছিলো  গাঁ টা কেমন জানি শিউরে উঠলো। কেনো এমন হলো বুঝতে পারলাম না। আসরের  আজান দিল আমি বরাবরই নামাজ আদায় করতাম। বাড়ি ফিরে এসে পড়লাম নামাজ। নামাজ শেষে বাথরুমে গেলাম সেখানে পা পরিষ্কার করলাম কিন্তু বুঝতে পারলাম না কেন পা ভেজা ভেজা লাগতেছে। সেখান থেকে এসে বড় আপুকে বললাম আমার কেমন জানি লাগতেছে ৷ পা ভেজা ভেজা মনে হচ্ছে আপু আমার পা এর দিকে তাকালো আর আমাকে বললো কি হয়েছে আমার। আপনি যা ভাবছেন তা ঠিক না পরের টুকু বলি শুনুন তার পর ভাবুন। দিন বাড়তে লাগলো আর আমার সেই অবস্থা টাও বারতে লাগলো। সাত দিন পর আমি আগের মতে সাভাবিক হয়ে উঠলাম। এর পর থেকে আমি কথা কম বলতে থাকলাম,খাবারে অরুচি হলো,কিছু কিছু জিনিস ভলো লাগতে শুরু হলো আবার কিছু কিছু জিনিস বিরক্ত লাগতে শুরু হলো। দিন যেতে লাগলো কিন্তু আমার ওই সমস্যা টা প্রতি মাসেই হতো। একদিন স্কুলে একটা ক্যম্পেইন হলো সেখানে শারিরিক পরিবর্তন কেনো হয় সেগুলো বুঝানো হলো, কি কি সমস্যা হতে পারে কি কি ব্যবোহার করতে হবে সব বুঝানো হলো আমাদের।আমি ভালোভাবেই বুঝতে পারলাম কেন আমার পা সেদিন ভেজা ভেজা লাগছিলো। আসলে বয়ঃসন্ধি কাল ছিল তখন। প্রতিটা মেয়ের জীবনে আসির্বাদ এটা। 

জেনে রাখা ভালো ( মিন্সের সময় ঠান্ডা জাতীয় কিছু না খাওয়া এতে ক্যন্সার এর ঝুঁকি থাকে, চুল শক্ত করে না বাঁধা এতে চুল পরার সম্ভবাভনা থাকে,  পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পুষ্টিকর খাবার খাওয়া, পেটে চাপ পরে সে রকম ভারি কাজ না করা)  এ গুলো এরিয়ে চলার অভ্যাস করুন এবং সুস্থ থাকুন।

Comments

    Please login to post comment. Login