ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান লেখক সালমান রুশদির উপন্যাস 'দ্য স্যাটানিক ভার্সেস' ভারতের বইয়ের দোকানগুলোতে আবার বিক্রি হচ্ছে। ৩৬ বছর ধরে বিতর্কিত এই বইটি দেশটিতে নিষিদ্ধ ছিল। ১৯৮৮ সালে রাজীব গান্ধীর সরকার এটি বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।
চলতি বছরের নভেম্বরে এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে দিল্লির হাইকোর্টে একটি আবেদন করা হয়। আদালত জানিয়েছে, নিষেধাজ্ঞাটি অবৈধ ছিল। ফলে বইটি ভারতে আমদানির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই রায়ের দুই মাসেরও কম সময়ের মধ্যে বইয়ের দোকানগুলোতে স্যাটানিক ভার্সেস বিক্রি শুরু হয়েছে।
২৩ ডিসেম্বর নয়াদিল্লির বাহরিসন বুকসেলার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে দেওয়া একটি পোস্টে উপন্যাসটি বিক্রি করার কথা ঘোষণা করেছে।
এদিকে অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) সহ বেশ কয়েকটি মুসলিম সংগঠন বিতর্কিত এই বই বিক্রির নিন্দা জানিয়েছে। এটির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য সরকারের কাছে আবেদন করেছে।
দ্য স্যাটানিক ভার্সেস ১৯৮৮ সালের ২৬ সেপ্টেম্বর প্রথম প্রকাশিত হয়। এটি গত শতাব্দীর সবচেয়ে বিতর্কিত বইগুলোর মধ্যে একটি ছিল। মুসলিম দেশগুলোতে এটির ব্যাপক সমালোচনা হয়। বেশিরভাগ মুসলমান বইটিকে ইসলামোফোবিক বলে মনে করেন।
এটি প্রকাশের পরপরই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি একটি ফতোয়া জারি করেন। তিনি রুশদির পাশাপাশি তার সম্পাদক, প্রকাশক এবং অনুবাদকদের হত্যা করার আহ্বান জানান। এরপর আত্মগোপনে চলে যান রুশদি।
সূত্র: দ্য গার্ডিয়ান