Posts

চিন্তা

প্লেটোর ' দি রিপাবলিক ' (পর্ব -১)

May 17, 2024

জিসান আকরাম

Original Author জিসান আকরাম

110
View
প্লেটো বলছেন, আদর্শ রাষ্ট্রের তিনটা শ্রেণী থাকবে -

              রুলার ক্লাস (শাসক শ্রেণী) : উচ্চশিক্ষিত ও রাষ্ট্রের অভিভাবক এলিট । তারা জ্ঞানচর্চা করবেন আর জনগণের মঙ্গল করবেন। তাদের ব্যক্তিগত কোন সম্পত্তি থাকবে না। পরিবার থাকবে না। এসব জাগতিক বিষয় থাকলে তারা বায়াসড হবেন। নিরপেক্ষ থাকতে পারবেন না। 


             ওয়ারিয়র ক্লাস (যোদ্ধা শ্রেনী) : আইন শৃঙ্খলা রক্ষার জন্য যুদ্ধবিদ্যায় পারদর্শী সেনাবাহিনী। এরা শিকারী কুত্তার মতো অনুগত থাকবে আবার শত্রু দেখলেই ঝাঁপাইয়া পড়বে। প্লেটো প্রথমে এদেরকে এলিট শ্রেণী বলছিলেন। পরে মতামত চেঞ্জ করছেন। নাম দিছেন ' সহায়ক শ্রেনী। 



              প্রডিউসিং ক্লাস (উৎপাদক শ্রেনী) উৎপাদক বলতে প্লেটো সাহেব মজুর সম্প্রদায়কে বুঝান নাই। বণিক, ব্যবসায়ী শ্রেনী বুঝাইছেন। এদের কাজ খাদ্য শস্য উৎপাদন। প্রাচীন গ্রিসের প্রায় সব দার্শনিক  নিম্নবিত্তের অস্তিত্ব ইগনোর করছেন। 

          
           প্লেটোর আদর্শ রাষ্ট্রে ন্যায়ধর্ম, শিক্ষানীতি, সাম্যবাদ থাকবে।  এছাড়া খাদ্যের সুষম বণ্টন নিশ্চিত করার জন্য নিয়ন্ত্রিত জন্মদান পদ্ধতি ও থাকবে। 


         প্লেটো শিক্ষানীতি নিয়া বলেন, দুইটা স্তরে পোলাপান দের শিক্ষিত করতে হবে।  ১৮ বছর পর্যন্ত আত্মসংযম, শরীর চর্চা ইত্যাদি বিষয়ে বেশি মনোযোগ দিতে হবে। এটা প্রথম স্তর। 
আর ২য় স্তরে,  ১৮ বছরের পরে যুক্তি , অনুশীলনের মাধ্যমে প্রকৃত জ্ঞান পাইতে হবে। 

Comments

    Please login to post comment. Login