Posts

গল্প

ভয়ংকর এক রাতের ঘটনা,,

December 29, 2024

Umma hani Shemu

11
View

একদিন আমি পিকনিক থেকে বাড়ি ফিরছিলাম গভীর রাতে। আমার সাথে ছিল ৩ জন। কেমন কাটলো আমাদের এই ভ্রমণ সেই বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম হঠাৎ আমার পাশ দিয়ে দমকা হাওয়ার চলে গেলো মনে হচ্ছে। আমি ভাবলাম হাওয়া বইছে সেই জন্য। আমি আবার গল্প করতে লাগলাম এই বার আমার বান্ধবী বলে উঠলো ওমা গো তোরা আমায় ধাক্কা দিলি কেনো অথচ আমরা কেউই ওকে ধাক্কা দেইনি।আমি একটু ভয় পেলাম।  এইবার  প্রচন্ড বেগে হাওয়া বইতে শুরু হলো তখন আমরা ২০০ বছরের পুরোনো বট কাছের প্রায় অনেকটাই কাছে চলে এসেছি।আমি গাছটার দিকে যেইনা তাকালাম ওমনি কি যেন আমাকে আঁটকে রেখেছে মনে হলো। হাত পা নারাতে পারছিনা কথাও বলতে পারছিনা একটু পর যখন সাভাবিক মনে হলো তখন পিছনে ফিরে দেখি আমার কোনো বান্ধবীই নেই। কি করি ভেবে পাচ্ছি না প্রচুর ভয় ও করছে আমি চিৎকার করতে লাগলাম কিন্তু আমার কথা আমি নিজেই শুনতে পাছিনা তাহলে অন্যকেউ কি ভাবে শুনবে।আমি দৌড়তে শুরু করলাম বাড়ির দিকে কিন্তু এগোতে পারছিনা মনে হচ্ছে কে যেনো আটকে রেখেছে আমাকে। আমার মনে হতে লাগলো কেও আসছে আমার দিকে পিছন ফিরে দেখি কিছু নেই আবার সামনে তাকানো মাত্রই এক পিশাচ কে দেখতে পেলাম আমি তো ভয়য়ে শেষ। পিশাচটা দেখতে ভালোছিল কিন্তু আমি তো ভয় পাচ্ছি। পিশাচটা আমাকে বলছে তোমার ভয়নেই আমি তোমার কোনো ক্ষতি করবো না । সস্তির নিশ্বাস ফেলে চোখ খুলে তাকাতেই দেখি ভোর হয়ে গেছে।

বুঝতে পারলাম তাহলে এটা সপ্ন ছিলো।😁😁

Comments

    Please login to post comment. Login