সম্ভব দ্রুততম সময়ে যৌক্তিক ও যথার্থ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারপর রাজনীতি করতে এসো। ক্ষমতায় থেকে কিংস পার্টি গঠন করে রাজনীতিকে ভজঘটে ফেলে দেয়া কোনো কাজের কাজ না। ওসব এরশাদ-শেখ হাসিনাও করেছে; টিকে নাই।