Posts

নিউজ

গ্রীষ্মকালীন বইয়ের তালিকা প্রকাশ করলেন ওবামা

July 22, 2023

নিউজ ফ্যাক্টরি

Featured Image
165
View
বই পড়ুয়া হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পরিচিতি রয়েছে। তিনি প্রতি বছর সেরা বই এবং গ্রীষ্মকালীন পড়ার তালিকা প্রকাশ করে থাকেন। চলতি বছরও তার ব্যতিক্রম হয়নি। ২০ জুলাই সাবেক এই প্রেসিডেন্ট টুইটারে তার পছন্দের বইয়ের একটি তালিকা প্রকাশ করেছেন। 

টুইটারে ওবামা লিখেছেন, ‘এখানে কিছু বইয়ের তালিকা দেওয়া হয়েছে। আমি এই গ্রীষ্মে বইগুলো পড়ছি। আপনারাও এগুলো পড়ে দেখতে পারেন। এরপর আমার  কী পড়া উচিত তা আমাকে জানাতে পারেন।‘

এ বছর গ্রীষ্মকালে পড়ার জন্য ৯টি বই বেছে নিয়েছেন বারাক ওবামা। এর মধ্যে ৬টি উপন্যাসের বই রয়েছে। তিনি নন ফিকশনের ৩টি বই তার গ্রীষ্মকালীন পড়ার তালিকায় রেখেছেন। 

এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বই নিষিদ্ধ করার যে হিড়িক ওঠেছে, তার বিরুদ্ধে নিজের অবস্থানের কথা তুলে ধরেছেন ওবামা।

বারাক ওবামার ২০২৩ সালের গ্রীষ্মকালীন বইয়ের তালিকা এক নজরে দেখে নেওয়া যাক:

১. পোভার্টি বাই আমেরিকা - ম্যাথিউ ডেসমন্ড

২. স্মল মার্সিজ - ডেনিস লেহানে

৩. কিং: অ্যা লাইফ - জোনাথন ইগ

৪. হ্যালো বিউটিফুল - অ্যান নাপোলিটানো

৫. অল দ্য সিনারস ব্লিড - এস. এ.  কসবি 

৬. বিরনাম উড - এলেনর ক্যাটন

৭. হোয়াট ন্যাপোলিয়ান কুড নট ডু -  ডি কে নুরো

৮. দ্য ওয়েজার: অ্যা টেল অব শিপ রেক, মিউটিনি অ্যান্ড মার্ডার - ডেভিড গ্র্যান

৯. ব্লু আওয়ার - টিফানি ক্লার্ক হ্যারিসন

সূত্র: কিরকাস 

 

 

 

Comments

    Please login to post comment. Login