পোস্টস

চিন্তা

প্লেটোর ' দি রিপাবলিক ' (পর্ব -২)

১৭ মে ২০২৪

জিসান আকরাম

মূল লেখক জিসান আকরাম

     প্লেটোর আদর্শ রাষ্ট্রের প্রাণ ভোমরা হইলেন দার্শনিক রাজা। প্লেটোর 'দি রিপাবলিক' বইয়ের ১৫ তম অধ্যায়ে এ নিয়ে আলোচনা আছে। 
        
           দার্শনিক রাজা মানেই যে দর্শন পড়তে পড়তে রাজা হবেন, বিষয়টা এমন না। রাজার চিন্তা চেতনা দার্শনিকের মত গভীর হইতে হবে, পাশাপাশি তারে হইতে হবে সত্যের ধারক, শক্তির আধার। তারে হইতে হবে নিঃস্বার্থ, সংস্কার মুক্ত। 

                তার পারিবারিক জীবন থাকবে না। ভোগ সুখরে অতিক্রম করার সুপার পাওয়ার থাকতে হবে। তিনি নিজেই হবেন পাওয়ার সোর্স, আইন, সংবিধান। 

              দার্শনিক রাজার শিক্ষার তিনটা পর্ব : 

        তাত্ত্বিক : বাচ্চাকাল থেইকা ১৮ বছর পর্যন্ত তারে কবিতা পড়তে দিতে হবে, সঙ্গীত জিনিসটা বুঝাইতে হবে। (তৎকালীন সময়ে সাহিত্য,জ্ঞান কাব্য নির্ভর ছিল)
 ১৮ - ২০ বছর শরীরচর্চা, সামরিক শিক্ষা দিতে হবে। 

        বাস্তবিক : ৩৫ -৫০ বছর সরাসরি যুদ্ধ পরিচালনা করতে করতে রাষ্ট্রের বাস্তব পরিস্থিতি বুঝতে হবে। 

             রাষ্ট্র পরিচালনা : সব ধরনের শিক্ষা শেষ কইরা যোগ্য ব্যক্তি হিসেবে ক্ষমতায় বসবেন। তবে সেটাও জীবনভর শিক্ষা অর্জনের একটা অংশ।