প্রিয় অমায়া,
আমাদের কতটা সময় পেরিয়ে গেলো। সেই যখন মাথার দিকে একটু বেঁকে সূর্য উঠেছিল সকাল বেলা, তখন তোর মুখে পড়েছিল সূর্যের সোনালী আভা। তখন থেকে আমি আর সূর্যকে ভুলতে পারিনি। সন্ধের বেলা যখন চারিদিকে লাল হয়ে আসছিলো, কেমন ছেড়ে যাওয়া ছেড়ে যাওয়া ভাব সূর্যের। তখনও আমি তোর মুখ ভুলতে পারিনি।
এরপরে আর চাঁদের জোছনায় তোকে দেখা হলোনা, জোছনা তোর চিবুক ছুঁলো না। অতৃপ্তি আর একরাশ নিরাশা নিয়ে সারাটা রাত চাদ উঠেছিল। সকাল আবার হবে, সূর্যের ছায়া তোর কপোলে পরবে, রাতের বেলা যে ছায়া তোকে চাদ দিতে চেয়েছিলো।