সোহান আর রাকিব একই বাইকে করে ঘুরতে বেড়িয়েছে। দুজনার বয়সের ব্যবধান বছর দশেকের মত হলেও বন্ধুত্ব দারুন। সোহান বিবাহিত। রাকিব মাস খানেক হল বিয়ে করেছে। হঠাৎ সোহান রাকিবকে জিজ্ঞাসা করলো আচ্ছা তোদের তো ৩ বছরের প্রেমের সম্পর্ক ছিল তাইনা? রাকিব বলল হ্যা। কিন্তু কেন চাচা? প্রেম করে বিয়ে করতে পারলে কেমন লাগে বলতো? মানে সংসার টা কেমন লাগে? আমি তো পারিনাই তাই জিজ্ঞাসা করলাম। রাকিব বলল ভালই লাগে। অনেক ভাল। বলেই রাকিব বাইকের গ্লাসের দিকে তাকালো সোহানের মুখটা দেখার জন্য। সোহানের চোখ দুটো কেমন যেন জলে টলমল করছে। আর বাইকে এতো বাতাসের মধ্যেও পিঠে গরম বাতাস অনুভব করলো। সম্ভবত সোহানের দীর্ঘশ্বাসের গরম বাতাস।