আমাদের গ্রামের নাম মমিনপুর গা্রাম । সেখানে রয়েছে অনেক প্রকারের মানুষ। যেমন খি্রিস্টান ধর্ম। আরো রয়েছে পশু,পাখি,বনজঙ্গল, ইত্যাদি।
আমাদের গ্রামে গিয়েছিলাম পিকনিকের জন্য। আমরা পুরো বাসার সবাই মিলে গিয়েছিলাম। অনেক মজা হয়েছিল ওখানে গিয়ে দেখতে পেলাম কৃষক রা কৃষি কাজ করছে, অনেকে আলু 🥔, আবাদ করছে, চাষি রা হালচাষ করছে, জেলেরা মাছ ধরছে। এগুলো দেখে আমি খুব খুশি। এবং আমার কাছে কষ্ট লেগেছে গা্রামে যারা থাকে তাদের অনেক কষ্ট। এবং সেখানে গিয়ে আমার সব ছোট ছোট ভাই বোনেরা, সবাই শহর থেকে গ্রামে গিয়ে মাটি দিয়ে গোসল করেছে। দৌড়াতে দৌড়াতে আমারো প্রায় পায়ের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ওখানে গিয়ে আমার জুনিয়র আপুরা সবাই ছবি তোলাতে ব্যস্ত। গা্রামে সুন্দর পরিবেশ বলে কথা, আমার কাছেও সুন্দর মুগ্ধ ভ্রমন ভালোই লেগেছে। তারপর আমাদের পিকনিকের খাবারের আয়োজন শুরু হয়ে গেছে বড় রা সবাই রান্না করছে। এবং আমরা খেলাধুলা করছি । আমাদের পিকনিকের খাবারের ব্যবস্থা ছিল পোলাও, গরুর মাংস, আলু ভাজা, বেগুন ভাজা, রোস্ট, ডিম ভুনা, সালাত ইত্যাদি। খাবার গুলো অনেক মজার ছিল। তারপর আমরা খাই, খাওয়া দাওয়ার পর আমরা ছবি তুলি । তারপর আমরা আমাদের গ্রামে থেকে আমাদের বাসার দিকে রওনা দিলাম। তো বাসায় এসে সবাই টায়ার্ড হয়ে গিয়েছি। সারাদিন অনেক সুন্দর মুগ্ধ ও আমার কাছে বেশ জনপ্রিয় স্বদেশ প্রেম মনে হয় এই সুন্দর পরিবেশ গুলো কে।
ধন্যবাদ।