চলতি বছর বাংলা একাডেমি পরিচালিত ৬টি পুরস্কার পেয়েছেন ৬ গুনীজন। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তারা এই পুরস্কার পেলেন। পাশাপাশি ৭ জনকে বাংলা একাডেমি ফেলোশিপ-২০২৪ দেওয়া হয়েছে।
২৮ ডিসেম্বর বাংলা একাডেমি প্রাঙ্গণে সংস্থাটির সাধারণ পরিষদের ৪৭তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
এই সভার পরে পুরস্কার ও ফেলোশিপ পাওয়া গুণীজনদের হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা স্মারক তুলে দেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং অধ্যাপক মোহাম্মদ আজম।
এই বছর বাংলা একাডেমি পরিচালিত ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০২৪’ (মরণোত্তর) পেয়েছেন সদ্য প্রয়াত অনুবাদক ও গবেষক মোহাম্মদ হারুন-উর-রশিদ। ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০২৪’ পুরস্কার পেয়েছেন প্রাবন্ধিক-গবেষক ড. ওয়াকিল আহমদ, ‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার-২০২৪’ পুরস্কার পেয়েছেন শিশুসাহিত্যিক আবু সালেহ, ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২৪’ পুরস্কার পেয়েছেন নাট্যজন নায়লা আজাদ, ‘আবু রুশ্দ সাহিত্য পুরস্কার-২০২৪’ পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক নাসিমা আনিস, সামগ্রিক অবদানের জন্য ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার-২০২৪’ পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক সুশান্ত মজুমদার।
এছাড়া অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ‘রাইমঙ্গল’ উপন্যাসের জন্য ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার-২০২৪’ পেয়েছেন কথাসাহিত্যিক সুমন মজুমদার। উপন্যাসটি ২০২৩ সালে প্রকাশিত হয়।
এদিকে বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ-২০২৪ পেয়েছেন, মঈদুল হাসান (মুক্তিযুদ্ধ), রিচার্ড এম ইটন (ইতিহাস), অধ্যাপক ডা. সায়েবা আখ্তার (চিকিৎসাবিজ্ঞান), ড. ফেরদৌসী কাদরী (বিজ্ঞান), সুগত চাকমা (ভাষা গবেষণা), শহিদুল আলম (শিল্পকলা) ও শম্ভু আচার্য (শিল্পকলা)।