Posts

চিন্তা

নারী কেন এত দামী?

December 30, 2024

Joy Banik

Original Author নাবিলা মুসাররাত

254
View

নারী কেন এত দামী? 
কারণ পুরুষের কাম আছে বলে।
যদি পুরুষের কাম না থাকতো, তবে নারীর লাল ঠোঁট, তার দীপ্তিময় আবেদন নিয়ে পুরুষ কবিতা লিখতো না।

কিংবা যদি পুরুষের কাম না থাকতো, তবে নারীর স্ফিত বক্ষ, বুকের খাঁজ, আর সুডৌল নিতম্ব পানে আগ্রহ ভরে তাকাতো না।

যদি পুরুষের কাম না থাকতো, তবে নারীর দু উড়ুর মাঝে, ফোলা,মাংসল গিরিপথ নিয়ে গোপন চর্চা হতো না।

যদি পুরুষের কাম না থাকতো, 
তবে নারীর প্রতিটি অঙ্গের প্রেম রূপ বিকশিত হতো না।
যদি পুরুষের কাম না থাকতো, 
তাহলে নারীর চুল, চুলের বেণীর সৌন্দর্য নিয়ে নজরুল লিখতো কি আলগা করো খোঁপার বাঁধন, দ্বিল ওহি মেরা ফাঁস গেয়ি।

সুতরাং নারী তুমি  অহংকারী নয়, প্রেমিকা হও।
আর হে পুরুষ,  তুমি কামুক থেকে প্রেমিক হয়ে আসো, তখন তোমাকে সাদরে অভ্যর্থনা জানাবে নারী, তার গোপন অন্দরমহলে, যেখানে পুরুষ প্রবেশ করতে চায় বারবার।

Comments

    Please login to post comment. Login