জীবন সাম্যতার প্রতীক, আর মৃত্যু সেই সাম্যতার চূড়ান্ত রূপ। ধনী-গরিব, প্রতিপত্তি বা দারিদ্র্য—সবকিছুই মৃত্যুর শিখায় বিলীন হয়ে যায়। সাগরের জীবনের গল্প আমাদের এই শিক্ষাই দেয় যে, আমাদের জীবনকে কাজ আর আনন্দের মাধ্যমে অর্থবহ করে তোলাই আসল উদ্দেশ্য।
“জীবন একদিনের, কিন্তু তার প্রত্যেকটা মুহূর্ত চিরন্তন।”