Posts

নিউজ

২০২৪ সালে পুরস্কার জয় করেছে যেসব উপন্যাস

December 30, 2024

নিউজ ফ্যাক্টরি

35
View

আর মাত্র এক দিন পরেই আমরা ২০২৪ সালকে বিদায় জানাতে যাচ্ছি। চলতি বছর পার্সিভাল এভারেটের 'জেমস' যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড জিতেছে, সামান্থা হার্ভের 'অরবিটাল' বুকার প্রাইজ জিতেছে এবং জেনি এরপেনবেকের লেখা ও মাইকেল হফম্যানের অনুবাদ করা 'কায়রোস' উপন্যাসটি ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছে। এ বছর পুলিৎজার থেকে শুরু করে বিশ্বজুড়ে নামকরা সব সাহিত্য পুরস্কার যেসব উপন্যাস জিতেছে সেগুলোর তালিকা দেওয়া হলো।      

১.  বুকার প্রাইজ - সামান্থা হার্ভের ‘অরবিটাল’      

২.  ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ - জেনি এরপেনবেকের ‘কায়রোস’, 

৩.  ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড - পার্সিভাল এভারেটের 'জেমস' 

৪.  পুলিৎজার প্রাইজ - জেইন অ্যান ফিলিপসের 'নাইট ওয়াচ'  

৫.  ন্যাশনাল বুক ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ড - লরি মুরের ‘আই এম হোমলেস ইফ দিস ইজ নট মাই হোম’

৬.  কিরকাস প্রাইজ - পার্সিভাল এভারেটের 'জেমস'

৭.  উইমেনস প্রাইজ ফর ফিকসন - ভি.ভি. গণেশনান্থনের ‘ব্রাদারলেস নাইট’

৮.  পেন/ফকনার অ্যাওয়ার্ড - ক্লেয়ার জিমেনেজের ‘হোয়াট হ্যাপেন্ড টু রুথি রামিরেজ’ 

৯.  অ্যান্ড্রু কার্নেগি মেডেল ফর এক্সিলেন্স ইন ফিকশন - আমান্ডা পিটার্সের 'দ্য বেরি পিকারস' 

১০.  ইন্টারন্যাশনাল ডাবলিন লিটারারি অ্যাওয়ার্ড - মিরসিয়া কার্তারেস্কুর ‘সোলেনয়েড’

১১.  এডগার অ্যাওয়ার্ড - জেমস লি বার্কের ‘ফ্ল্যাগস অন দ্য বেইউ’ 

১২.  নেবুলা অ্যাওয়ার্ড - বজ্র চন্দ্রশেকেরার ‘দ্য সেইন্ট অব ব্রাইট ডোরস’ 

১৩.  হুগো অ্যাওয়ার্ড - এমিলি টেশের 'সাম ডেসপারেট গ্লোরি' 

১৪.  ব্রাম স্টোকার অ্যাওয়ার্ড - টানানারিভ ডিউ এর 'দ্য রিফরমেটরি' 

১৫.  গিলার প্রাইজ - অ্যান মাইকেলসের 'হেল্ড' 

১৬.  স্টেলা প্রাইজ - অ্যালেক্সিস রাইটের ‘প্রেইজওর্থি’ 

Comments

    Please login to post comment. Login