তুমি বার্ধক্য লুকাতে পারবেনা,
সব সমস্যা গুলোও শেষ হবেনা।
এজন্যই ভালোবাসো,ক্ষমা করে হলেও পাশে থাকো,
দেখে নিও জীবন সহজে ফুরিয়ে গেলেও
তুমার উপস্থিতি তাকে ভূলতে দিবেনা।
লাখো মানুষের ভীড়ে সে তুমায় খুঁজবে,
তুমায় চাইবে,এক আকাশ অভিমান জমিয়ে
তুমার দিকে ফিরবে,শুধু একটু ধৈর্য্য নিয়ে ভালোবাসা।