রক্তাক্ত ছুরির বাসনা
এখানে সেখানে প্রাচীন করোটিদের দীর্ঘশ্বাস
তোমার জুরাসিক ফসিল ফসিল স্বপ্ন
কোথাও আগুন পাখিদের অন্তিম ডিনার
সন্ধ্যের বিষন্ন গন্ধ উড়ে যায়
অলৌকিক পাখিরা ডানা ঝাপটাতে ঝাপটাতে
ব্যর্থ শিকারী ডুবে আছে বেশ্যা ,মদ আর অপ্রেমে
মধ্যরাত
কালো পরীদের সমবেত হুল্লোড়!
ইশ্বর আসে না,ঘুমায়
চাঁদের জ্যোন্সা টুকরো টুকরো
ভেসে বেড়ায় নিঃসঙ্গ বোকা রিসোর্ট
যেভাবে রক্ত গড়ায় তোমার শিরা থেকে
আপেলের ছুরি
ভালোবাসি মৃত অক্টোপাস স্যুপে ডুবে।
আদিম ঘ্রান,আদিম সুর,আদিম পঙক্তি
তোমার শরীর জুড়ে নক্ষত্রের অসুখ
বহু যুগের আগের কোথাও
চারপেয়ে শ্বাপদ ও ভুলেছে মাংসের স্বাদ
তোমাকে দেখার নেশায়-
লিলিথ দুঃস্বপ্নের মতো
মধ্যরাত,কালোপরি,ব্যর্থ শিকারী
রঙবেরঙের আলোর শহর
এখনো তোমার আর্তনাদ শিশুদের পাকস্থলিতে -
ধুলোবালির গুহাবাসী জীবন!