সম্প্রতি অনলাইনভিত্তিক বই বিক্রির প্লাটফর্ম রকমারি ডটকম ২০২৪ সালের ‘রকমারি বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড' অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত রকমারি থেকে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইয়ের লেখক এবং প্রকাশকদের এই পুরস্কার দেওয়া হয়।
২৮ ডিসেম্বর রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ফিকশন, ননফিকশন, ধর্মীয়, ক্যারিয়ার ও একাডেমিক ক্যাটাগরিতে ৪ জন লেখক ও ৪টি বইয়ের প্রকাশনীকে এ পুরস্কার দেওয়া হয়।
চলতি বছর ফিকশনে ইলমা বেহরোজ, ননফিকশনে মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন, ধর্মীয় ক্যাটাগরিতে শায়খ আহমাদুল্লাহ এবং ক্যারিয়ার ও একাডেমিকে কিউএনএ পাবলিকেশন্স লেখক পরিষদ এই পুরস্কার পেয়েছে।
রকমারি বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড পাওয়া প্রকাশনী ৪টি হলো অন্যধারা, হিয়া প্রকাশনা, আস-সুন্নাহ ফাউন্ডেশন এবং কিউএনএ পাবলিকেশন। একইসঙ্গে এই অনুষ্ঠানে ২১টি ক্যাটাগরির ২১ জন লেখক ও ২১টি বইকেও সম্মাননা জানানো হয়।
এদিকে অনুষ্ঠানে রকমারি ডটকমের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ বলেছেন, ৫৬ হাজার বর্গমাইল (সারাদেশ) বইয়ে বইয়ে সয়লাব করব। মানুষের কাছে বই পৌঁছে দিতে হবে। আমি বলছি না বই বিক্রি করে টাকা উৎপাদন করার কথা। আমি বই বিক্রির গুরুত্বের বিষয়ে বলতে চাচ্ছি।