Posts

নিউজ

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি সাময়িক বন্ধ হচ্ছে

December 31, 2024

নিউজ ফ্যাক্টরি

22
View

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম নতুন বছরের শুরুতেই সাময়িক বন্ধ করা হচ্ছে। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কারণে গত ২৫ বছর ধরে চলা এই সেবা কিছু দিনের জন্য বন্ধ থাকবে। সোমবার (৩০ ডিসেম্বর) সংস্থাটি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।     

বিবৃতিতে বলা হয়েছে, ভ্রাম্যমাণ লাইব্রেরি কর্মসূচি প্রকল্পের মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এই প্রকল্পে পুনরায় অর্থায়ন করার আভাস দিয়েছে। তবে প্রকল্পের নতুন পর্বের অনুমোদন পেতে সময় লাগবে। এই কারণে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর থেকে এটি কিছুদিনের জন্য বন্ধ থাকবে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম আগামি বছরের ১ ফেব্রুয়ারি থেকে পুনরায় শুরু হবে।  

এদিকে এই লাইব্রেরি চালু রাখার দাবিতে পাঠক ও ভ্রাম্যমাণ লাইব্রেরির কর্মীরা মানববন্ধন করেছেন। প্রকল্পটি স্থগিত না রেখে এটিকে অব্যাহতভাবে চালিয়ে যাওয়ার দাবি করেছেন তারা।   

উল্লেখ্য, ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম গত ২৫ বছর ধরে পরিচালনা করে আসছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। এই লাইব্রেরি গাড়ির সংখ্যা ৭৬। এগুলো দেশজুড়ে ৩ হাজার ২০০ এলাকায় বই দেওয়া-নেওয়া করে। এই লাইব্রেরির পাঠকসংখ্যা প্রায় ৫ লাখ।  

Comments

    Please login to post comment. Login