Posts

কবিতা

কবিতার_অভিমান

December 31, 2024

আব্দুল মাজেদ

Original Author #কবিতার_অভিমান

Translated by ,no

19
View

#কবিতার_অভিমান
আবদুল মাজেদ 




১০

কবি
ছেপ খেয়েছে
বলেই, কবিতারা
কবি হৃদয়ে আসে না।
সুখ দুখ, কবিতা হয়ে বসে না।
এখন
আর শিশুদের
হাসিতে, হৃদয়ের 
মসিতে, ছড়া জমে না।
পদ্যদের অভিমান ও কমে না।
তবে
বলা হয় নি
একবারের জন্যও,
আসিও, বসিও আবার।
হয়ে গেছে দুজনের যা হবার।
মাঝির
ঐ নৌকাতে
কবিতার ছুরতে,
এখন আর উঠতে ইচ্ছে হয়
না, ভেতর থেকেই কবিতায় কয় না।
চেয়ে
দেখা যতো
শাপলা ফুলের মতো,
এখন আর ফুটে ওঠা হয় 
না, কলির মতো বুঝে থাকা হয়।

Comments

    Please login to post comment. Login