শীতের কুয়াশা ঢেকে দেয় ধরণী,
সূর্যটা লাজুক, আড়ালে সুরাগণী।
মাঠজুড়ে শিশির বিন্দু ঝকঝকে,
প্রকৃতি যেন সেজেছে নতুন করে।
গরম লেপের মায়ায় আড়ষ্ট সবাই,
তবু কৃষাণের কাজ থামে না, তাই।
খেজুর রসে ভরা মাটির হাঁড়ি,
মিষ্টি ঘ্রাণে মনটা যে আর ফেরে না বাড়ি।
শিশুরা দৌড়ায় মাঠে খেলে খেলে,
কুয়াশায় ঢাকা গ্রাম, লাগে স্বপ্নময় মেলে।
শীতের এই সকাল মনে আনে সুখ,
প্রকৃতির সুরে মিশে জীবন গড়ে ঢুক।
শেষ হয় না শীতের এই গল্প,
স্মৃতিতে থেকে যায় অনন্তকাল পথ।