প্রিয় আঘাত
------নাসিমা খান
বছর শেষে বলতে পারতে হাতটি বাড়াও
সব অভিমান ঘুচিয়ে দিয়ে সামনে দাঁড়াও
কতো কথার জাদু ছিল তোমার আমার
দুইটি চোখের মিলন তারাই এক পারাবার
বুকের ভিতর শঙ্খ বাজে তোমার নামে
দূর থেকে তাই উড়িয়ে দিলাম প্রেমের খামে
ইচ্ছে হলে ছুঁয়ে দিও অসুখ আমার
স্বর্গ পাব তোমায় পেলে হারিয়ে যাবার।
নতুন বছর নতুন করে দেখতে পেলে
একটু এসো নিরব দহন ভুলার ছলে
চিরদিনের জন্য তুমি না হয় রবে
না হয় তেমন বুকের কাছে বিলিন হবে,
যদি অসুখ অসুখ অনুভূতি দগ্ধ করে
না হয় তেমন কাঁপলে বসে প্রেমের জ্বরে
আগের মতো পেলব দিব ললাট ছুঁয়ে
রাত পোহালে বিদায় নিও মুখটি ধুয়ে!
কত স্মৃতি মুছে গেছে দায় এর ভারে
কত ব্যথা অভিমানে গেছে ঝরে
ঝাপসা মনে তবুও তোমার মুখটি বাজে
যদিও এখন তেমন করা আর না সাজে
তবুও আজ বছর ঘুরে বছর এলো
মনের ভিতর পুরনো সেই তুমিই ভালো,
কত কিছু মুছে দিয়ে হাসতে পারি
তোমার স্মৃতি মুছতে গেলে যাই যে মরি।
এই যে আকাশ কত কিছু ঠেকায় বুকে
দূরের মাটির সাথে ব্যকুল চোখটি রাখে
মেঘের নিনাদ শুনতে শুনতে অশ্রু ঝরায়
নীল সাদা আর কালো জলের মিশ্র ধারায়
কত পাখি পাখনা উড়ায় আকাশ ডানায়
কত পালক ঝরিয়ে সাজায় স্বপ্ন খেলায়
তবুও আকাশ রাতের বুকে তারার চাতক
তুমিও তেমন আমার বুকের প্রিয় ঘাতক!
আমার উদাস আঁখির জলে রোদের ঝিলিক
পরিযায়ী পাখির মতো যাচ্ছে বিদিক
উছলে পড়া নদীর ঢেউয়ে কিসের ছায়া?
আবছা আলোয় খেলছে শুধু তোমার কায়া
কতো দিলে আর কত গেলে দুঃখ ঘোচে
কত দূরে হারিয়ে গেলে ডাকবে কাছে?
না চাও তো চাইনা আমি তোমার আভাস
পৌষে বসে দেখবো আমি সেই পরিহাস,
পুরনো সেই দিনের মতো হই পরিহার
নতুন বছর মুছে দিও নামটি আমার।
তারিখঃ ৩১/১২/২০২২