Posts

নিউজ

২০২৪ সালে মারা গেছেন যেসব লেখক

December 31, 2024

নিউজ ফ্যাক্টরি

18
View

২০২৪ সালকে বিদায় জানানোর আগে এই বছর যেসব লেখক পৃথিবীকে বিদায় জানিয়েছেন তাদের কথা স্মরণ করা যেতে পারে। চলতি বছর নোবেল প্রাইজজয়ী কানাডিয়ান লেখক অ্যালিস মুনরো, আলবেনিয়ার বিখ্যাত লেখক ইসমাইল কাদারে, ফিলিস্তিনপন্থী লেবানিজ লেখক ইলিয়াস খৌরি আমাদের ছেড়ে চলে গেছেন। ২০২৪ সালে যেসব লেখক মারা গেছেন তাদের একটি তালিকা নীচে দেওয়া হলো। 

১. অ্যালিস মুনরো

চলতি বছরের ১৩ মে ৯২ বছর বয়সে মারা যান নোবেলজয়ী লেখক অ্যালিস মুনরো। কানাডিয়ান এই ছোটগল্পের লেখক ২০১৩ সালে সাহিত্যে নোবেল প্রাইজ জিতেছিলেন।  

২. ইসমাইল কাদারে

এই বছরের ১ জুলাই ৮৮ বছর বয়সে মারা যান আলবেনিয়ান লেখক ইসমাইল কাদারে। তিনি ২০০৫ সালে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পান।

৩. ইলিয়াস খৌরি 

লেবানিজ উপন্যাসিক ইলিয়াস খৌরি ১৫ সেপ্টেম্বর মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নির্যাতনের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন।  

৪. মারিস কন্দে 

গুয়াদেলোপিয়ান বংশোদ্ভূত ফরাসি লেখক মারিস কন্দে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি ৯০ বছর বয়সে মারা যান। 

৫. রবার্ট কুভার 

মার্কিন উপন্যাসিক এবং ছোট গল্পের লেখক রবার্ট কুভার ৪ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে মারা যান। তিনি আমেরিকান পোস্টমডার্ন ফিকশনের একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন। 

৬. লোর সেগাল

চলতি বছরের ৭ অক্টোবর ৯৬ বছর বয়সে মারা যান লোর সেগাল। তিনি অস্ট্রিয়ান বংশোদ্ভূত মার্কিন উপন্যাসিক, অনুবাদক এবং ছোট গল্পের লেখক ছিলেন। 

Comments

    Please login to post comment. Login