Posts

চিন্তা

নতুন বছর উদযাপন-

January 1, 2025

Sumaya Khatun

16
View

আমরা সবাই নতুন বছর উদযাপন করার জন্য মেতে উঠি সেটা হোক পহেলা বৈশাখ অথবা শুভ নববর্ষ অথবা শুভ জন্মদিন

সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানুষকে বলা হয়। যার জন্ম আছে তার মৃত্যু আছে

তার মানে হল আমরা যে মানুষ আমরা মরণশীল। প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট বয়স নির্ধারণ করে সৃষ্টিকর্তা তাকে সৃষ্টি করেছেন।

তার মানে হল প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট বয়স আছে সেই বয়স পার হলেই মানুষটি মারা যাবে

আমরা নতুন বছর যে উদযাপন করি এটাকে শুভ নববর্ষ অথবা শুভ পহেলা বৈশাখ হিসেবে উদযাপন করছি আনন্দে মেতে উঠছি

আমরা এটা কি একবারো অনুভব করেছি যে আমাদের নির্ধারিত বয়স থেকে একটা বছর আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। আমরা ধীরে ধীরে সে নির্দিষ্ট বয়সের দিকে ধাবিত হচ্ছি।

 আসলে মানুষ সব সময় ভুলে যায়। তারা ভবিষ্যতকে ভাবতে পছন্দ করেনা আবার অতীত নিয়েও পড়ে থাকে না। তারা বর্তমান নিয়ে মেতে থাকে এটাই হল মানুষের ধর্ম। যদি মানুষ কখনো অনুভব করত তার জীবন থেকে একটা বছর চলে গেল তাহলে মানুষ কখনোই হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি পহেলা বৈশাখ কখনোই উদযাপন করত না।

“২০২৫ ”প্রত্যেকটা মানুষের জীবনে সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক

নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই আমরা কেউ বলতে পারব না যে আগামী বছর আমরা বেঁচে থাকব কিনা। 

এই নতুন বছর উদযাপন করার জন্য আমরা অনেকেই নাচ গান আনন্দ হই হুল্লোড় এ মেতে উঠি।

নাচ গান আনন্দ হই হুল্লোড় এ মেতে না উঠে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন “২০২৫ ”প্রত্যেকটা মানুষের জীবনে সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক।

তাই সবাইকে জানাই

                                                                       HAPPY NEW YEAR-2025

Comments

    Please login to post comment. Login