Posts

কবিতা

অলস চাদর

January 1, 2025

সুকান্ত সোম

148
View

সুখের চাদর গায়ে মেখে,

চশমা চোখে রেখে

হাটি হাটি পা পা করে

দিলাম হেটে অনেকটা পথ ধরে।

ও সুখ তুমি এমন কেন

আমি অলস যেন।

একটু দুঃখরাও আসুক

আগলে রাখুক,

ভীড় জমাক

খেয়ে তামাক

এ সুখি মানুষের গায়ে

ধরে হাত পায়ে

তারপর চলে যায়

অন্য কোথায়

যেখানে সুখি মানুষেরা

থাকে না ঘরে ফেরার তাড়া।

খালি গায়ে

খালি পায়ে।

উশকু খুশকু চুলে

চাদর ফেলে

চশমা পড়ে

আসি ফিরে।

ও সুখ তুমি এমন কেন

আমি অলস যেন।

Comments

    Please login to post comment. Login