পোস্টস

গল্প

একটি দিন (প্রিমিয়াম)

১৭ মে ২০২৪

Labiba Erom

মূল লেখক লাবিবা ইরম

মা রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছেন খুবই রাগ হয়ে। বাবা কাচুমাচু হয়ে ডাইনিং এ বসে মাথা চুলকাচ্ছেন, বড় আপা বাবার সদ্য বাজার করে আনা ব্যাগটি নিয়ে ঘাটাঘাটি করছেন, আর আমি হতভম্ব হয়ে সবাইকে দেখছি ডাইনিং এর পাশে দাঁড়িয়ে।
ঘটনা হলো, বাসায় মেহমান আসবে- ফুপু এবং তার পরিবার। মা বাবাকে বলেছেন বিরিয়ানি, রোস্ট এসবের জন্য প্রয়োজনীয় সব কিছু আনতে। লিস্টও করে দিয়েছেন। তার বদলে বাবা পুঁটি মাছ, ৫/৬ রকমের শাক, আলু, কচু, শুটকি, আরো কিছু ছোট মাছ, কলার মোচা এসব এনেছেন। একটা মুরগী পর্যন্ত আনেন নি। এদিকে ফুপুরা ৩ বা সাড়ে ৩ টার দিকে পৌছাবেন

এটি একটি প্রিমিয়াম পোস্ট।