প্রতি বছর কপিরাইটের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে একটি নতুন বই পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত হয়। একটি বই একবার পাবলিক ডোমেইনে প্রবেশ করলে কেউ সেটির কপিরাইট দাবি করতে পারে না। ফলে যে কেউ এটি কপি করতে পারে। বিনামূল্যে প্রকাশ করতে পারে। এটি অবলম্বনে নতুন কোনো বইও লিখতে পারে। এ কারণেই ২০২১ সালে মার্কিন উপন্যাসিক এফ. স্কট ফিটজজেরাল্ড এর জনপ্রিয় উপন্যাস ‘দ্য গ্রেট গ্যাটসবি’ এর কয়েকটি রিমিক্স প্রকাশিত হয়। এগুলোর মধ্যে সেলফ মেড বয়েজ: এ গ্রেট গ্যাটসবি রিমিক্স এবং দ্য চুজেন এন্ড দ্য বিউটিফুল উল্লেখযোগ্য।
১৯২৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত বইগুলো ১৯৯৮ সালের কপিরাইট টার্ম এক্সটেনশন অ্যাক্টের অধীনে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে পাবলিক ডোমেইনের অংশ হয়ে গিয়েছে। ডিউক ল স্কুলের সেন্টার ফর দ্য স্টাডি অব দ্য পাবলিক ডোমেইন কিছু উল্লেখযোগ্য বই তালিকাভুক্ত করেছে, যার কপিরাইট চলতি বছরের প্রথম দিনেই শেষ হয়ে গিয়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারিতে কপিরাইটের মেয়াদ শেষ হয়ে যাওয়া বইগুলোর তালিকা এক নজরে দেখে নেয়া যাক:
১. আর্নেস্ট হেমিংওয়ের 'অ্যা ফেয়ারওয়েল টু আর্মস'
২. উইলিয়াম ফকনারের ‘দ্য সাউন্ড অ্যান্ড দ্য ফিউরি’
৩. আগাথা ক্রিস্টির ‘সেভেন ডায়ালস মিস্ট্রি’
৪. এরিখ মারিয়া রেমার্কের ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ এর প্রথম ইংরেজি সংস্করণ
৫. প্যাট্রিক হ্যামিলটনের 'রোপ'
৬. ভার্জিনিয়া উলফের ‘অ্যা রুম অব ওয়ানস ওন’
৭. জন স্টেইনবেকের প্রথম উপন্যাস ‘কাপ অব গোল্ড’
৮. রিচার্ড হিউজের 'অ্যা হাই উইন্ড ইন জ্যামাইকা'
৯. অলিভার লা ফার্গের ‘লাফিং বয়: অ্যা নাভাজো লাভ স্টোরি’
১০. রবার্ট গ্রেভসের ‘গুডবাই টু অল দ্যাট’
সূত্র: কিরকাস