পোস্টস

গল্প

মেঘাশ্রিত (প্রিমিয়াম)

১৭ মে ২০২৪

আশরাফ জুয়েল

মূল লেখক আশরাফ জুয়েল


চকের গুড়োর মতো গুড়ি গুড়ি বৃষ্টি খসে পড়ছে আপন খেয়ালে। সন্দিহান দুটো পায়ে ভর দিয়ে জানালার দিকে এগিয়ে যায় মেঘ। জানালার পরিমাপ ভেদ করে হাত বাড়ায় বৃষ্টিক্লান্ত শূন্যের দিকে। কোন এক অন্ধ ডাহুকের সুরে ভর করে বাড়ন্ত রাতটা ভেসে আসে, একাকী। মোবাইলের মৃত স্ক্রিন হেসে ওঠে সহসা। নীলাভ একটা সংকেত ছুটে আসতে চায় মেঘের দিকে।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।