Posts

কবিতা

সাধু সন্যাসী

January 2, 2025

Hridoy

22
View

ঘুষ খায় পুলিশ আর আমরা সবাই সাধু 😊সুযোগ পেলেই চান্দু চাচাও দেখায় তার যাদু 🙃আমি আবার ভদ্র সভ্য সাধু মানুষ ভাই 🙃পাচশত টাকার বিনিময়ে ভোট টা বেচে খাই। 🙂আকাইম্মা বেকার কাকায় চায়ের দোকানে শুধায় 🙂প্রধানমন্ত্রী কি করে,দেশের উন্নতি কোথায়? 🙃আলতু ফালতু কথা বলে ভাসন দেবে যেচে🙃 আপনি কাকা সুযোগ পেলে দেশটা দেবেন বেচে😡 আমি আবার গরিব মানুষ রিকশা চালায় খাই🙃 নতুন যাত্রী পেলে ভাড়া বাড়ে দামাদামি নাই 🙂সহজ সরল কৃষক আমি কৃষি করে চলি 🙂ফরমালিনে ভরা ফসল ভেজাল বিহীন বলি। 🙃আমি আবার সাধু ব্যবসায়ী হালাল ব্যবসা করি 🙃 খাই শুধু সুযোগ বুঝে সিন্ডিকেট এর বরি 😁 আমি আবার স্কুল এর শিক্ষক সু শিক্ষা দেই 😛প্রাইভেট পড়ায় মার্ক বাড়ায় হাদিয়াটা নেই। 😉অনেক রোগের চিকিৎসা দেয় ডাক্তার মশাই 🙂সুযোগ বুঝেই পেশা বদল, হয়ে যায় কসাই 😉হাইকোর্ট এর উকিল আমি সত্যের লড়াই করি 🙂টাকা পেলে নির্দোষের গলায় পড়াই দড়ি।😊 দাড়ি ওয়ালা,টুপিপড়া সত্যাবাদী হুজুর 😊মিলাদ দিলে মসজিদে বেচে যায় বেশি বেশি খেজুর 🙂দিনের বেলা মোড়ল কাকা আলহাজ্ব মোহাম্মদ হাজী 🙂রাতের আধারে মদের সাথে কড়া চিকেন ভাজি। 🙂আমরা সবাই সাধু সন্যাসী ঘুষ খায় পুলিশ🙂 কালো টাকার সন্ধান পেলে মামা আমারেও বলিস 🙂দিনের আলোয় সবাই সুশীল, সুশীল গোটা দেশ 🙂রাতের আধারের কুর্কম দেখাইলে হতো বেশ। 😋

Comments

    Please login to post comment. Login