নীরবে, নিঃসংকোচে, নিঃশব্দে,
আবদ্ধ না আমি—চলি অবাধে।
কারো বাঁধা প্রদানই দুঃসাধ্য;
দুঃসাহসী হবো না কোন সাধে।
স্লোগানে অগ্নি ঝরা ভাষা রাজপথে,
রাজা চিন্তিত, অকল্পনীয় বিপ্লবে।
বিদ্রোহী আমি, মিছিলে দুর্বার—
দমনে কোন বাহিনীকে সুধাবে?
সংশয়, বিদ্বেষ—সে রাজার প্রতি,
প্রতিহতের মন্ত্রে তার স্বৈরতন্ত্র।
সৌরতাপে উত্তপ্ত পথে আমি;
অপার্থিব সময় মানি অতন্দ্র।
আন্দোলন ফুঁসেছে রক্তের রন্ধ্রে;
রঞ্জিত পথ বিচলিত গুলিতে।
গগনবিদারী শব্দে কান ফাটে,
ফাঁসির কবর খুঁড়ে দিচ্ছি বালিতে।
বঞ্চনা, লাঞ্ছনা—রাজার মাথায়,
মুকুট ভাঙে আমার ক্রোধে।
কল্পনায় হাসে ক্ষমতার দাপটে,
দানব লড়বে না নিজের সুবোধে।
স্বাধীনতা চাই আমি মুক্তিকামী;
মনের দ্রোহে আমি উদ্যমী।
উল্লাসে ফেটে পড়ি পতন দেখে,
দাবানলে খোদার পদ চুমি।