Posts

চিন্তা

হ্যাপি এন্ডিং না থাকলে মোটিবেশন বিক্রি হয় না

January 3, 2025

Joy Banik

Original Author Mahfuza Mahbub

45
View

আমাদের থ্রি ইডিয়টস দেখতে ভাল্লাগসিলো কারণ র‍্যাঞ্চো ফার্স্ট হইতো। ও গতানুগতিক না হয়েও যা করসে সেটাও সফলতার গল্প, বিপ্লব করে ফেলা ফুংসুক ওয়াংড়ু ছিল সে।

আমাদের 12th fail ভালো লাগতেসে কারণ মনোজ শেষ পর্যন্ত হইতে পারসে ডিএসপি অফিসার। ব্যক্তিজীবনে এমন অনেক মানুষ চিনি যারা মনোজের চেয়ে অমানুষিক পরিশ্রম করেও কিছু পায় নাই। তাদের কেউ মনে রাখেনি।

দিনশেষে আমরা সফলতার গল্প শুনতে ভালোবাসি। মনোজ লাস্ট এটেম্পটেও ফেইল করলে সিনেমা হইতো না, গ্রামেও যাইতে পারতো না, এসব গল্প ও কেউ শুনতো না। ব্যর্থতার গল্প মানুষ শুনে না। লুজারের সাথে কেউ থাকেও না।

Comments

    Please login to post comment. Login