Posts

কবিতা

নীল অনুভূতি

January 3, 2025

আধীয়ান শিবু

114
View

সপ্ন দেখি যেন তব দৃষ্টি তারাঁয়

বৃহস্পতির বলয়ে আটকে থেকেও,

যখন পারবোনা জানি ঐ মেঘ ছু্ঁতে
অথবা নীলের বাষ্পে ভাসতে।

       আমি যে আধারে অভিযোজিত 

        অনুভূতি যত বাষ্পিভূত,

         তাইতো আলোতে তুমি প্রতিচ্ছবি

          দৃষ্টির নীল কয়েদ।

তুমি সময়ের ক্ষেত্রে আবর্তিত

শোষে নাও ভঙ্গুর অনুভূতি

বুকের শেষটুকুও তোমাতে ধাবিত

জড়সত্তা আতকেঁ মুমূর্ষু, কৃষ্ণগহবরে।

Comments

    Please login to post comment. Login