তেঁতুলিয়ায় কাঞ্চনজঙ্ঘা দর্শন অনেকটাই ভাগ্য নির্ভর বলা যেতে পারে।অক্টোবর থেকে মধ্য নভেম্বর পর্যন্ত হঠাৎই স্বচ্ছ আকাশে ভেসে উঠে অপূর্ব সুন্দরী কাঞ্চনজঙ্ঘা।তবে নিশ্চিত করে কারো বলার উপায় নেই,আজকেই আপনার কাঞ্চনজঙ্ঘা দেখা মিলতে পারে।বিষয়টা সম্পূর্ণ আবহাওয়ার উপর নির্ভরশীল।তবে কাঞ্চনজঙ্ঘার দেখা না মিললেও ভারত সীমান্ত ঘেরা মহানন্দার পাড় ঘেষা শান্তশিষ্ট, নির্মল আকাশ আর সবুজ প্রকৃতিতে সজ্জিত এই শহরের সকল দর্শনীয় স্থান আপনাকে মুগ্ধ করবে নিশ্চিত।হাতে সময় থাকলে এই নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে কয়েকটা দিন অবসরযাপন মনের সজীবতা ফিরিয়ে দিবে।