জীবন মানে সুখ, জীবন মানে দু:খ জীবন মানে হাসি, জীবন মানে কান্না। কতো রকমের ডেফিনেশন আছে জীবনের। তবে সঠিক কোনো ডেফিনেশন নেই। একেকজনের চোখে জীবনের একেকটা মানে। কারও কাছে জীবন একটা চক্র, গোল চক্র, যার শুরু নেই শেষও নেই। আবার কারও কাছে জীবন এক অনন্ত যাত্রা, যেই যাত্রার মূল উদ্যেশ্য রবের নিকট পৌছে যাওয়া। আবার কারো কাছে এই জীবনের অর্থ বেচে থাকা। কেউ কেউ ভাবে জীবন মানেই পৃথিবীতে একটা ভ্রমন।
আসলে জীবনের মানে টা কি? তা আমরা কেউই জানিনা। জানিনা বলেই হয়তো আমরা ঘুম থেকে উঠে কোনোরকম দিন কাটিয়ে আবার ঘুমিয়ে পড়ি। যদি জানতাম জীবনের আসল লক্ষ কি। তাহলে হয়তো সেই লক্ষ পূরণের আগে শান্তিতে কেউ ঘুমোতে পারতাম না।
67
View