Posts

প্রবন্ধ

কমিউনিস্ট প্লেটো

May 17, 2024

জিসান আকরাম

Original Author জিসান আকরাম

136
View
কমিউনিজম বা সাম্যবাদ হইলো ব্যক্তিগত সম্পত্তির ধারণা বাতিল কইরা সব সম্পত্তি রাষ্ট্ররে দিয়া দাও।  রাষ্ট্র মেরিট বুইঝা সবাইরে সেই সম্পত্তি ভাগ কইরা দিব। 

দি রিপাবলিক এর ১৬ নং অধ্যায়ে প্লেটোর সাম্যবাদ আলোচিত। এই সাম্যবাদ সমগ্র সমাজের উদ্দেশ্যে হইলেও ,সমগ্র সমাজ এর জন্য প্রযোজ্য না। 

প্লেটো সাহেব বলেন, সাম্যবাদ হইতে হবে রুলার দের জন্য। যারা শাসন করেন, অভিভাবক শ্রেনী। তারা সমান না হইলে বাকিরা কি করবে!!!

অভিভাবক শ্রেণীর ক্ষমতা একজন এর কাছে থাকবে না। যোগ্য একাধিক ব্যক্তির কাছে থাকবে। তাদের পরিবার থাকবে না। পরিবার তৈরি করার জন্য বৈধ  বিবাহ রীতি তাদের জন্য নাজায়েজ। 

        প্রতি বছর নির্দিষ্ট সময়ে একটা প্রোগ্রাম করা হবে যেখানে সুস্থ নর-নারীরা একত্রিত হবে।  এভাবে যেই সন্তান সন্ততি আসবে সবাই এদের বাপ মা হবেন। অর্থাৎ, রাষ্ট্র নিয়ন্ত্রিত যৌনাচারণ থাকবে।  রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ছাড়া সন্তান আসলে অবৈধ তো হবেই, ভ্রূণ অবস্থাতেই মাইরা ফেলতে হবে। 

নারী সমতা নিয়াও প্লেটো বলছেন, যোগ্যতার ভিত্তিতে নারীদের অভিভাবক শ্রেণীতে আনা যাইতে পারে। 
"Women can guard the state just as bitches can or shepherd a flock sheep"

তবে উৎপাদক শ্রেণী তে সাম্যবাদ নিয়া তিনি কিছু বলেন নাই। এর কারণ হইতে পারে গণতন্ত্র রে তিনি দেখতে পারতেন না। অভিজাত হইয়া বেড়ে উঠছেন, তাই অভিজাততন্ত্ররেই সাপোর্ট করছেন। 

Comments

    Please login to post comment. Login