Posts

গল্প

বালুচরে একদিন

January 3, 2025

Taher Sharif

Original Author তাহেরা তাসমিন

Translated by তাহেরা তাসমিন

29
View

ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটা গ্রাম। নাম তার অচিনপুর। সেই গা্রামে তিথিদের বাড়ি। গী্রীষ্মের ছুটিতে ওরা বাড়িতে বেড়াতে আসে। এবার ও ওরা বেড়াতে এসেছে। গা্রামে এলে তিথি মন ভরে প্রকৃতি দেখে। সবুজ সুন্দর এই গা্রামে আছে কত গাছ ! কত পাখি উড়ে যায় আকাশের পথে ! সুপারি গাছের সারির মধ্যে দিয়ে উঁকি দেয় সকালের সূর্য। গা্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী। নাদের চাচা বলেছেন, নদীর চরে পাখিদের মেলা বসে। তিনি একজন জেলে। মাছ ধরতে চলে যান একেবারে মাঝনদীতে। ওখানেই তিনি দেখেছেন শত শত পাখি। নৌকার মাঝি গনেশ কাকা বলেছেন, পাখিরা মাছ ধরে। সাদা বক গুলো চুপ করে বসে থাকে। মাছ দেখলেই খপ করে ধরে। তিথি এসব গল্প শুনে। মনে মনে ভাবে, আহা, যদি আমিও পারতাম। গনেশ কাকা বলেছেন, একদিন আমাকে নিয়ে যাবেন। 

Comments

    Please login to post comment. Login

  • Naz Parvin 1 month ago

    বাহ বাহ বাহ দারুণ হয়েছে

  • Taher Sharif 1 month ago

    বাহ বাহ বাহ বাহ বাহ দারুন