~ একজন আপনাকে ঠকাতে পারেন কিংবা আপনি ভাবতে পারেন যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে,,,,
এর পিছনে একটি মাত্র কারনই আছে সেটা হলো তার কাছ থেকে অধিক এবং অবাস্তব প্রত্যাশা রাখা,,,
ধরুন আপনি কাউকে ভীষণই ভালোবাসেন, এখন তিনি যা করতে চান আপনি কি তাকে তাই করতে দিবেন? নাকি আপনি যা চান তাকে সেটাই করা উচিত?
বেশির ভাগ মানুষের কাছে ভালোবাসা মানে আমি যা চাই তোমাকে সেটাই করতে হবে।
কিন্তু, ভালোবাসাটা এরকম নয়।
আপনি কাউকে ভালোবাসলে আপনার সেটাই চাওয়া উচিত যেটা আপনার প্রিয় মানুষটাকে আনন্দ দিবে না হয় সেটা ভালোবাসাই নয়,,,
~ ভালোবাসার ধারনাটা আমাদের অবশ্যই বদলানো উচিত,,,,,,