Posts

পোস্ট

অন্তিম চিঠি

January 4, 2025

Puja Bormon

Original Author পূজা বর্মন

135
View

প্রিয় কৃশলা, 

কেমন আছো ? আশা করিতেছি তুমি মন্দ নহে। শেষ বারের মতো তোমায় কিছু বলিতে চাহিয়াছিলাম। যাহার ফলস্বরূপ এই চিঠিখানা। হয়তো জানিতে পারিবো না এই চিঠি পড়িয়া তোমার মধ্যে কি অনুভুতি হইবে। ভালোবাসার মানে যদি যত্ন নেওয়া হইয়া থাকে তাহা হইলে আমার মধ্যে ভালোবাসার কোনো অভাব রহিয়াছিলো বলিয়া আমি মনে করিতেছি না। যে মানুষ থাকিতে চাহেন না তাহাকে কি করিয়া আটকাইয়া রাখা যায়। আমাকে যদি তোমার পছন্দই ছিলো না তাহা হইলে সে কথা আমাকে একটি বার নিজ মুখে বলিয়া দেখিতে আমি নিজ হাতে তোমায় আমার বাঁধন হইতে মুক্ত করিয়া দিতাম। এমনি করিয়া ছাড়িয়া না যাইলেও পারিতে। যাইহোক, এতো কথা বলিতে চাহি না। আমার কাছে তোমার কিছু স্মৃতি রহিয়াছে, আশা করিবো তাহা তুমি ফিরাইয়া লইতে চাহিবে না।শুনিয়াছি ওঁজলা নামের কারও জন্য আমায় ছাড়িয়াছ। তাহার সঙ্গে বাকিটা জীবন ভালো করিয়া অতিবাহিত করিও। আমি না হয় তোমার স্মৃতি লইয়াই বাচিবো। 

ইতি 

তেমার অতীবও অবহেলিত 

উত্তমাঙ্গ 

বি. দ্র : উত্তমাঙ্গ অর্থ মাথা, ওঁজলা অর্থ আবর্জনা এবং কৃশলা অর্থ চুল। 

Comments

    Please login to post comment. Login