বন্ধনা
হে প্রভু! প্রণাম করি তোমার চরণে,
তোমার দয়ায় ভরা হৃদয়ে আনো শান্তি বনে।
পাপের ভারে নত মাথা নিয়ে এসেছি,
তোমার করুণায় যেন মুক্তি পাই মশীহ।
অন্ধকারে পথ হারায়েছি বহু বার,
তোমার আলোতে চাই নতুন উপহার।
সৃষ্টির সকলের তুমি অধীশ্বর মহান,
তোমার আশ্রয়ে পাই চিরকাল আশ্রয়স্থান।
পাপী বান্দা বলি করো না অপমান,
তোমার ক্ষমা দিয়ে করো জীবন মহান।
তোমার আশ্রয়ে থাকি ধরণী যত দিন,
তোমার গুণগান করিব প্রতিক্ষণ।
এই ক্ষুদ্র জীবনে তোমার দয়া পাই,
চিরশান্তি দিয়ে যেন তোমার কাছে যাই।
তোমার পথে দাও আমায় চলার শক্তি,
তোমার নামেই থাক সব ভালবাসার যুক্তি।