Posts

কবিতা

আহত ভালবাসার ঘ্রাণ।

January 4, 2025

Joy Meya

312
View

মানুষের মন খারাপ হলে তারা বৃষ্টিতে ভিজতে চায় কারণ, বৃষ্টির পানিতে চোখের জল মুছে যায়। বাহির থেকে কেউ বুঝতে পারে না মানুষের মনের ভেতরে কতটা ঝড় বৃষ্টি বয়ে যাচ্ছে। গোপনে ভালবাসার একটি সৌন্দর্য হলো ভালোবাসার মানুষটার কাছ থেকে কখনো অবহেলিত হতে হয় না। যদি সে জানতো আপনি তাকে ভালোবাসেন তাহলে আপনাকে অথবা চিরচেনা অন্য কাউকে সে হয়তো অবহেলা করতো কাছে আসতো না। মানুষ সবচেয়ে ভয় পায় এমন একটি সকাল কে যে সকালে ঘুম ভাঙ্গার পর সে টের পায় এই পৃথিবীতে তার আপন কেউ নেই হয়তো একটা বা দুইটা তার আপন মানুষ ছিল তারাও নেই চলে গেছে জীবন থেকে অথবা পৃথিবী থেকে। 

Comments

    Please login to post comment. Login