আমি তোমাকে ভালবাসতে গিয়েছিলাম,
ভীষন সে এক ভালাবাসা।
যে ভাবে ইউসুফকে জুলেখা বেসেছিল।
তোমাকে প্রচন্ড এক ভালভাসা দেয়ার নেশায় পেয়েছিল
যেভাবে গাজায় সুখটান দেয় চশমা সাধু ও তার শিষ্যরা
বাশ বাগানের নিচে সাজানো পবিত্র মঞ্চে বসে।
এমন সে এক ভালবাসায় পেয়েছিল আমায়,
তোমার নাম জপেও সে সুখ পেতাম যে সুখ সাধন চিৎকার দিয়ে ওহ মইলেম বলে উঠতো
আর শুনে সবাই যেন ওহ সাধু সাধু করতো।
তোমাকে এমন ভালবাসতে গিয়েছিলাম
যেন আবু পাগলের মত আজিজ বিড়িকে ধোয়া উড়িয়ে নিঃশেষ করে মাথার চুল পুড়িয়ে বিশ্বপ্রমান রাখতে চেয়েছিলাম।
পারিনি! আমি পারিনি। সফল ভাবে ফিরে এসেছিলাম
নব্য এ সভ্যদের ভীড়ে তাদের তালিকায় নাম রাখবো বলে।
আমি ফিরে এসেছিলাম তোমাকে ভালবাসতে গিয়ে তোমার ঘৃনার তালিকায় সর্বাগ্নে আমার নামটি দেখতে পেয়ে।