আমার মনে নেই ঠিক কি কারনে পাহাড় হতে চেয়েছিলাম।
কোন ব্যাথায় শিতল পাথর হয়ে গিয়েছিল আমার হৃদয়!
কোন কথায় স্থির দাঁড়িয়ে গিয়েছিলাম, কোন সময়ে সেটাও মনে করতে পারছিনা।
আমার এই নিদারুণ স্থিরতায় দিনে দিনে আমার চারপাশে তৈরী হলো এক মহান অভয়ারণ্য।
যেখানে এখন বসবাস করছে অগণিত নিষ্প্রাণ স্মৃতি, যাদের কোন নাম নেই।
যেমন নাম নেই কোন আমার।
পৃথিবীর গভীর থেকে গভীরে ঢুকতে ঢুকতে
এখন মাটির উপরে শুধু দুটি চোখ,
যা দিয়ে আমি দেখি আমার স্মৃতির ধ্বংসাবশেষ খুঁজতে আশা মানুষের কৌতুহল।
আমার মনে নেই ঠিক কি কারনে তুমি সমুদ্র হতে চেয়েছিলে।
অতল সমুদ্র!