Posts

কবিতা

০১৯২ আধুনিক গান: আত্মা ছুঁয়ে ফেলেছো

January 6, 2025

তারিক হোসেন

42
View

       আত্মা ছুঁয়ে ফেলেছো

আত্মা ছুঁয়ে ফেলেছো তুমি,২ ছুঁয়েছো আমার হৃদয়;
বুকের মাঝে কঠিন ভাবে,২ বন্দী করেছো আমায়। ২

এখন আমি তোমার নামে, ধরবো না আর বাজি; 
তোমার সাথে সুখের বাসা, বাঁধতে আমি রাজি।২
তুমি হৃদয় খুলে দুচোখ তুলে,২ তাকিয়ে দেখো আমায়।ঐ

এখন আমি তোমায় ছাড়া, ভাবতে পারি না কিছু; 
সারাদিন ছুটছি আমি, তোমার পিছু পিছু।২
তোমার সকল স্মৃতি এখন,২ আমায় পাগল বানায়।ঐ

সারাদিন তোমায় খুঁজি, একবার দেখা মিলে না;
তোমায় ছাড়া এখন আমার, কিছুই ভালো লাগে না।২
তুমি প্রিয় আগের মতো,২ সময় দিও আমায়।ঐ

Comments

    Please login to post comment. Login