ভালোবাসা প্রকাশ করতে নেই।
প্রকাশ করলেই
ফানুসের মতো উরিয়ে নিয়ে যায় অগ্নি।
পৃথিবীর সবচে বড় অপরাধ
ভালোবাসা প্রকাশ করা।
ঘৃনা করি
এই শূন্যতা এবং ক্রোধের ভালোবাসাকে।
ভালোবাসার অন্য একটি রুপ
আনন্দকে দুঃখে পরিণত করা।
ভালোবাসা ত্যাগ করতে পারলেই
জীবন সুন্দর!
আসলেই কি সুন্দর??
111
View